Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

100 Rupees Old Note Sell: ১০০ টাকার এই নোট থাকলেই কেল্লাফতে! পেয়ে যাবেন ৫ লক্ষ টাকা, কিভাবে?

Advertisements
Advertisements

100 Rupees Old Note Sell: মাত্র ১০০ টাকায় মিলবে ৫ লক্ষ টাকা! কিন্তু কিভাবে জানেন? বড়লোক হতে কেই না চায় বলুন তো দেখি? আপনিও নিশ্চই বড়লোক হতে চান? তাহলে বলবো আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। কথায় বলে ‘ওল্ড ইজ গোল্ড’ (Old is Gold)। কোনো কোনো ক্ষেত্রে তা সত্যি বৈকি। ভারতে বিভিন্ন সময়ে বিভিন্ন টাকা ও পয়সা ব্যবহার করা হত। সময়ের সঙ্গে সেগুলি বাতিল হয়েছে। এমনকি বদল ঘটেছে পয়সা ও টাকার আকৃতির।

Advertisements

100 Rupees Old Note Sell Details

তবে, আপনার কাছে যদি কোনোক্রমে পুরোনো ১০০ টাকার নোট থেকে থাকে তাহলে কিন্তু আপনি রাতারাতি অনেক টাকা উপার্জন করতে পারবেন। আর সেই অনেক টাকার মূল্যটা কিন্তু ৫ লাখ! ভাগ্য যে কখন কার উপর সহায় হবে তা কেউ বলতে পারেন না। ভাগ্য যদি আপনাকে সাধ দেয় তাহলে আপনার মতো সুখী মানুষ কেউ হবে না। আজকালকার যুগে যথাযথ ভাবে বাঁচতে গেলে টাকার যে কতটা প্রয়োজন তা আশাকরি কাউকে বলে দেওয়ার নয়।

আরও পড়ুন: 500,1000 যা লাগে বাড়ি বসেই এইভাবে তুলুন টাকা, আর ATM-এ যেতে হবে না!

কিন্তু, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে, প্রয়োজন অনুযায়ী সেই মানুষটি টাকা উপার্জন করতে পারেন না। আর এই অবস্থায় খুব সহজেই খানিকটা টাকা উপার্জনের পথ এটি। তবে, যেকোনো ১০০ টাকার নোটের বিনিময়ে কিন্তু আপনি এই টাকাটি পাবেন না। ওই ১০০ টাকার নোটের কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকতে হবে। কেননা, এই ১০০ টাকার নোটটি সাধারণ নোট নয় বরং একটি বিশেষ নোট। এর নিজস্ব বিশেষত্ব রয়েছে।

মনে রাখবেন এই নোটে মহাত্মা গান্ধীর ছবি ছাপা হয়েছে। এছাড়াও ক্রমিক নম্বরের শেষে 786 নম্বর লেখা আছে। যদি আপনার কাছে এমন একটি নোট থাকে, তাহলে আপনি এটি ৫ লাখ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন (100 Rupees Old Note Sell)।

আরও পড়ুন: মোদির নতুন প্রকল্প চালু, আবেদন করলেই অ্যাকাউন্টে ঢুকবে ১৫,০০০ টাকা

কিভাবে অনলাইনে নোট বিক্রি করবেন?

  1. আপনি যদি অনলাইনে আপনার এই ১০০ টাকার নোট বিক্রি করতে চান তাহলে আপনাকে OLX ওয়েবসাইটে যেতে হবে।
  2. এরপর সেখানে আপনার নাম ও মোবাইল নম্বর লিখতে হবে। এর পরে আপনাকে আপনার নোটের দুটি ছবিই ওয়েবসাইটে আপলোড করতে হবে।
  3. তারপর আপনার বিজ্ঞাপন ছড়িয়ে পড়বে। এরপরে যে আপনার নোট কিনতে চাইবে সে আপনার সাথে যোগাযোগ করবে।
About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।