Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

PM Electric Scheme: গরমে ইলেকট্রিক বিল নিয়ে স্বস্তি! সরকার এতটা ফ্রি দেবে

Advertisements
Advertisements

PM Electric Scheme: সামনেই আসছে লোকসভা ভোট। আর ভোটের আগে জনগনের মনজয় করতে রাজ্য থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার নানান কিছুই করছেন। আর এই সুযোগে জনগণও বেশ সুবিধা ভোগ করছে। আর এসবের মাঝেই সম্প্রতি আরও একটি সুখবর মিললো। সম্প্রতি মোদি সরকার ভারতের এক কোটি পরিবারকে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করবে। আর এই যোজনায় নাম সূর্য ঘর মুফত বিজলি যোজনা।

Advertisements

মূলত যারা ছাদের উপরে সৌর বিদ্যুৎ ইউনিট ইনস্টল করতে পছন্দ করেন তাদেরকেই এই সুবিধা দেওয়া হবে। চলুন এই যোজনা সমন্ধে সবিস্তারে জেনে নেওয়া যাক।

প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলী যোজনা কি? (What is PM Surya Ghar Muft Bijli Yojana?)

প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনা হল একটি কেন্দ্রীয় প্রকল্প। যার লক্ষ্য হল ভারতের এক কোটি পরিবারকে বিনামূল্যে বিদ্যুৎ প্রদান করা। যেসব মানুষজন ছাদের উপর সৌর বিদ্যুৎ ইউনিট ইনস্টল করতে পছন্দ করেন মূলত তাদের জন্যই এই বিদ্যুৎ প্রকল্প। এরফলে প্রতি মাসে বাড়ির মালিকরা বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ পাবেন।

আপনি কত টাকা সঞ্চয় করতে পারবেন? ভর্তুকি কি পাবেন? (How much money can you save? What subsidies will you receive?)

এই পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা ৩ কিলোওয়াট ক্ষমতার একটি রুফ টপ সোলার ইউনিট ইনস্টল করে প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত ব্যবহার করতে পারে। এরফলে একটি বাড়িতে বার্ষিক ১৫০০০ টাকা সঞ্চয় হবে৷ এমনকি ওই পরিবার নিজের শক্তি তৈরি করলে তাদের মাসিক বিল থেকে ১৮০০ থেকে ১৮৭৫ টাকার মধ্যে হবে।

আরও পড়ুন: ভুলে যান লক্ষ্মীর ভান্ডার! রাজ্যে চালু সরস্বতী ভান্ডার, কি কি সুবিধা পাবেন?

ভর্তুকি উপর ক্যাপ (Cap on PM Electric Scheme subsidies)

এই উদ্যোগের কারণে ২ থেকে ৩ কিলোওয়াট ক্ষমতার সিস্টেমের জন্য ৪০ শতাংশ অতিরিক্ত সিস্টেম খরচ ভর্তুকি দেওয়া হয়। যেখানে ২ কিলোওয়াট ক্ষমতা পর্যন্ত সিস্টেমের জন্য সৌর ইউনিটের খরচের ৬০ শতাংশ কভার করা হয়। এমনকি ভর্তুকিতে ৩ কিলোওয়াট ক্ষমতার ক্যাপ রয়েছে৷

বর্তমান বেঞ্চমার্ক রেট অনুসারে, একটি ১ কিলোওয়াট সিস্টেম ৩০,০০০ টাকা, একটি ২ কিলোওয়াট সিস্টেম ৬০,০০০ টাকা এবং একটি ৩ কিলোওয়াট সিস্টেম বা ৭৮,০০০ টাকার বেশি ভর্তুকি পাবে৷ যদি সোলার রুফটপ প্যানেল ইনস্টল করার জন্য লোন পাওয়া যায়, এমনকি সৌর ইউনিটের অর্থায়নের জন্য ব্যবহৃত লোনের উপর ৬১০ টাকা EMI কেটে নেওয়ার পরেও প্রতিমাসে ১২৬৫ টাকা অর্থাৎ বছরে প্রায় ১৫,০০০ টাকা সঞ্চয় হবে। যে

কারা এই স্কিমের জন্য আবেদন করার যোগ্য? (Who is eligible to apply for this scheme?)

  1. আবেদনকারীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে।
  2. সৌর প্যানেল ইনস্টল করার জন্য উপযুক্ত ছাদ সহ তাকে একটি বাড়ির মালিক হতে হবে।
  3. পরিবারের একটি বৈধ বিদ্যুৎ সংযোগ থাকতে হবে।
  4. সৌর প্যানেলের জন্য পরিবারের অন্য কোনও ভর্তুকি নেওয়া উচিত নয়৷

প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলী যোজনার জন্য কীভাবে আবেদন করবেন? (How to Apply for PM Surya Ghar Muft Bijli Yojana?)

  1. এক্ষেত্রে সেই ব্যক্তিকে প্রথমেই জাতীয় ওয়েবসাইট, pmsuryaghar.gov.in-এ একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
  2. এরপর বিক্রেতা রেটিং, বেনিফিট ক্যালকুলেটর এবং উপযুক্ত সিস্টেম আকার সহ প্রাসঙ্গিক ডেটা জাতীয় পোর্টালের বিধান থেকে পরিবারগুলিকে খুঁজে বের করতে হবে৷
  3. তারপর গ্রাহকরা যে ছাদে সোলার সিস্টেম ইনস্টল করতে চান সেখানে ইন্সটল করে নিন।

আরও পড়ুন: মহিলাদের জন্য চালু নতুন যোজনা, আবেদন করলেই মিলবে ফ্রিতে ওভেন!

ভর্তুকি পাওয়ার পদ্ধতি কী? (What is the method of getting subsidy?)

  1. প্রথমেই পোর্টালে যেতে হবে
  2. তারপর আপনার রাজ্য এবং বিদ্যুৎ বিতরণ কোম্পানি নির্বাচন করতে হবে৷
  3. এরপর আপনার বিদ্যুৎ গ্রাহক নম্বর, মোবাইল নম্বর এবং ইমেল লিখুন।
  4. ভোক্তা নম্বর এবং মোবাইল নম্বর দিয়ে লগইন করুন।
  5. ফর্ম অনুযায়ী ছাদ সোলার জন্য আবেদন করুন।
  6. একবার আপনি সম্ভাব্যতা অনুমোদন পেয়ে গেলে, নিবন্ধিত বিক্রেতাদের যে কোনো দ্বারা প্ল্যান্ট ইনস্টল করুন।
  7. ইনস্টলেশন সম্পন্ন হলে, প্ল্যান্টের বিবরণ জমা দিন এবং নেট মিটারের জন্য আবেদন করুন।
  8. এরপর পোর্টাল থেকে কমিশনিং সার্টিফিকেট তৈরি করা হবে।
  9. তারপর একবার কমিশনিং রিপোর্ট পাবেন। পোর্টালের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ এবং একটি বাতিল চেক জমা দিন। এরপর আপনি ৩০ দিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার ভর্তুকি পাবেন।
About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।